তৃণমূল সরকারে ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছিলো না, বিজেপি এলে বন্ধ হবে ঘুষখোরি : প্রভাকর পণ্ডিত

 

ডেস্ক :পশ্চিমবঙ্গে বিধানসভায় ৮ দফায় নির্বাচন হচ্ছে , সেখান থেকে ২ দফা ভোট সম্পূর্ণ হয়ছে, এবং ৬ দফায় ভোট এখনো বাকি আছে। হাওড়া জেলার সাঁকরাইলে ১০ই এপ্রিল ভোট গ্রহণ হব। সাঁকরাইলে প্রভাকর পণ্ডিতকে বিজেপি প্রার্থী করা হয়েছে। তিনি তার এলাকায়ে খুব জোরদার প্রচার চালাচ্ছেন। তিনি এক জনসভায় তিনি বললেন, এই যে ২০২১ এ নির্বাচন এই নির্বাচন খুব গুরুতবপূর্ণ নির্বাচন, এই নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন। আপনারা দেখেছেন স্বাধীনতার পর থেকে যত সরকার চলেছে, সেই সরকারের আর পশ্চিমবাংলাতে আজকেও আমাদেরকে পুজোর সময় শীতের সময় কম্বল বিতরণ করতে হয়, পুজোর সময়, ইদ এর সময় আর বস্ত বিতরণ করতে হয় । স্বাধীনতার পর থেকে কংগ্রেস সরকার, ৩৪ বছর বামফ্রন্ট সরকার আর ১০ বছর মমতা ব্যানার্জি তৃণমূল সরকার চলেছে, কিন্তু আজও পর্যন্ত মানুষ পেট ভোরে খেতে পারছেন না, আজও পর্যন্ত বস্তু বিতরণ করতে হচ্ছে, আজও পর্যন্ত পানিও জল পাচ্ছে না, আজও পর্যন্ত মানুষ নিজের সন্তানকে ভালো স্কুলে পড়াতে পারছেন না, যেখানেই যাচ্ছেন ভালো শিক্ষার মাধ্যম দিয়ে যে আপনারা ভালো রেজল্ট করেছেন ভালো স্কুলে পড়াবেন কিন্তু সেখানেও আর কারা বসে আছে, তৃণমূলের নেতারা বসে আছে। ঘুষ ছাড়া কোনো কাজ হচ্ছে না, তাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব এক স্লোগান গেয়েছে “আর নয় অন্যায়”। বাংলায় বিজেপি সরকার এলে আর কোনো ঘুষ দিতে হবে না, কাট মনি বন্ধ হবে ।

পশ্চিমবাংলাতে আমারা পেয়েছি এখানে চাষ ভালো হয় এখানে ধান ভালো হয় এখানে ডাল ভালো হয় এখান থেকে নানান শস্য আর সারা পৃথবীতে সাপ্লাই হয়, তাই পশ্চিমবাংলাতে আমরা সোনার বাংলা গড়তে চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *