চণ্ডীপুরে বুথ পরিদর্শনে সোহম, ‘জয় শ্রীরাম’ স্লোগান বিজেপি কর্মীদের

 

 

 

 

 

চণ্ডীপুর: ভোটের দিনে নিজের কেন্দ্রে ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনলেন চণ্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী৷ এদিন চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকে বুথ পরিদর্শনে যান তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী৷ অভিযোগ, বুথের সামনে যেতেই সোহমকে ঘিরে ধরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ পরিস্থিতি সামাল দেন ঘটনাস্থলে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ তাঁরাই বুথের সামনে থেকে জটলা সরিয়ে দেন৷ পরে গাড়িতে চেপে এলাকা ছাড়েন সোহম৷

দ্বিতীয় দফায় রাজ্যের চার জেলার ৩০ আসনে চলছে ভোটগ্রহণ৷ সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে বুথে-বুথে ঘুরে ভোট পরিস্থিতি খতিয়ে দেখছেন প্রার্থীরা৷ এদিন চণ্ডীপুরের মহম্মদপুর ১ নম্বর ব্লকে ভোট পরিস্থিতি দেখতে গিয়েছিলেন তৃণমূলের তারকা প্রার্থী সোহম চক্রবর্তী৷ অভিযোগ, সোহম বুথের সামনে পৌঁছোতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বিজেপি কর্মীরা৷ ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন এলাকার বিজেপি কর্মীরা৷ মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এগিয়ে আসেন৷ তাঁরা পরিস্থিতি সামাল দেন৷ জটলা থেকে বেরিয়ে গাড়িতে গিয়ে বসেন সোহম৷ পরে বুথের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বাহিনীর আধিকারিককেও নালিশ জানিয়েছেন এই তারকা প্রার্থী৷

বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়৷ এই পর্বে চার জেলার ৩০ আসনে ভোটগ্রহণ চলছে৷ আজ পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ চলছে৷ এরই পাশাপাশি ভোট বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রেও৷ দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগরেও কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷

রাজ্যে প্রথম পর্বের ভোট নিয়ে সন্তুষ্ট বিজেপি৷ প্রথম দফায় ৩০ আসনের মধ্যে ২৬টিতেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদী অমিত শাহ৷ যদিও শাহের এই দাবি ঘিরে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের ফল ঘোষণার আগেই শাহের এই দাবির পিছনে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন তৃণমূলনেত্রী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *