‘এবার দিদি যাচ্ছে’, রামায়ণের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন সাঁকরাইল এর বিজেপি প্রার্থী প্রভাকর পণ্ডিত

পৌলমী দাস: সামনে বিধানসভা ভোট। প্রত্যেকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ভোটের তোড়জোড় বেশ ভালোই চলছে। জায়গায় জায়গায় প্রচার সভায় প্রার্থীরা একে অপরকে কটাক্ষ করে কিছু না কিছু মন্তব্য করেই চলেছে। কখনো সরাসরি প্রত্যাঘাত করে, কখনো বা উপহাসের ছলে, কখনো আবার কাব্য- মহাকাব্য উদাহরণ দিয়ে।

সাঁকরাইল বিধানসভার বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিত হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে প্রচারসভা চলাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে উপহাস্য করে মহাকাব্য রামায়ণ এর একটি অংশ তুলে ধরে একরকম মন্তব্য করেন।

তিনি বলেন – ভারত থেকে শ্রীলঙ্কা তে সেতু বন্ধনের সময়ে , রাম নাম লেখা শিলা গুলি যখন বানরসেনা সমুদ্রে ফেলছিলো প্রতিটি শিলাই ভেসে উঠেছিল।

শ্রী রাম যখন স্বয়ং নিজের হাতে শিলা ভাসাতে যান , শিলা টি ডুবে যায়। রামচন্দ্র এই অদ্ভুত কাণ্ডের কারণ জানতে চাইলে হনুমান বলে শ্রী রামচন্দ্র স্বয়ং নিজের হাতে কিছু ছাড়লে বা রামচন্দ্র কে কেউ ছাড়লে সে মানুষ বা বস্তুটি কখনো উঠতে পারবেনা বরং ডুববে।

তেমনি মমতা দি রাম কে ছেড়েছে , দিদির সময়ে ঘনিয়ে এসেছে।

এই মন্তব্য করার একটি অন্যতম কারণ হলো ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষুব্ধ প্রতিক্রিয়া যেটি চাইলেও চোখ এড়ানো যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *