খন্ডঘোষে মহান মনীষীদের স্মৃতিসংগ্রশালা তৈরী করা হবে আমার প্রথম কাজ বলেন বিজন মন্ডল

ডেস্ক. পুরনো সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্ব সম্পর্কে বর্তমান প্রজন্ম ততোটা কৌতুহলী নয়।
ইন্টারনেট প্রজন্মের ছেলেমেয়েরা বর্তমানে ঘটে চলা ট্রেন্ড নিয়ে যতটা আগ্রহী, তাদের আগ্রহের এক অংশ আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য যারা নিজেদের জীবন উসর্গ করেছিলেন তাদের জীবন কাহিনী জানার জন্য নেই।

এই কঠিন বাস্তবকে পরিবর্তনের আশা নিয়ে এগিয়ে আসেন পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ বিধানসভার বিজেপি প্রার্থী বিজন মন্ডল।

তিনি এক নির্বাচনী প্রচার সভায় বলেন – একজন বিধায়ক হিসাবে তার প্রথম কাজ হবে পুরানো সংকৃতি ও ঐতিহ্যকে ফিরিয়ে আনা।

স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের জন্মস্থান ওঁয়ারীগ্রাম, রাস বিহারী বসের জন্মস্থান সুবলদহ, এবং ধর্মমঙ্গলের কবি ঘনোরাম চক্রবর্তী জন্মস্থান কৃষ্ণপুর কুকুরা দীর্ঘদিন যাবৎ অবহেলিত।

সেই জায়গা গুলোকে স্মৃতিসংগ্রশালা তৈরী করা বিশেষ দরকার। মহান মনীষীদের জীবনী জেনে এলাকার ছাত্র-ছাত্রী থেকে পরবর্তী সমাজ যাতে অনুপ্রেরিত হয়ে নতুন খণ্ডঘোষের স্বপ্ন দেখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *